আন্তর্জাতিক ডেস্ক।। উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে দেশটির ক্যাম্পালা-গুলু মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলা হলেও, পরে তা সংশোধন করে ৪৬ জনে নামানো হয়। পুলিশ জানিয়েছে, যাদের মৃত মনে করা হয়েছিল তাদের মধ্যে অনেকে অচেতন অবস্থায় ছিলেন এবং পরে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতদের পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে উগান্ডা পুলিশ।

আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা বলেন, একটি বাস ওভারটেক করার সময় আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে। এতে ৪টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version