জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার ৩০টি চার্চে শুভ বড়দিন পালিত হচ্ছে। বুধবার দিবাগত রাত ১২.০১ টায় বড়দিনের অনুষ্ঠান শুরু হয়। বড়দিনের উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান বিভিন্ন চার্চ পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন। ৩০টি চার্চে ইতিমধ্যে সরকারি বরাদ্দকৃত সহায়তা ছাড় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খানকে সাথে নিয়ে বুধবার দিবাগত রাতে বিভিন্ন চার্চে গমন ও বাজারে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তারা বড়দিন উদযাপন কমিটি, চার্চে বড়দিন পালন কমিটির নেতৃ্ৃবৃন্দ ও বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্জের সাথে নিরাপদে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন পালনের লক্ষ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন। সাথে সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version