মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নড়াইল জেলার বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কালিয়া উপজেলার মির্জাপুর ক্রাইস্ট চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ উপাসনা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে চার্চ পরিচালনা কমিটির সভাপতি ডন বিশ্বাসের সভাপতিত্বে এবং পুরোহিত ডাকোপ বিশ্বাসের পরিচালনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় ৫০ থেকে ৫৫ জন অংশ নেন। ধর্মোপদেশে যিশুখ্রিষ্টের জন্মের তাৎপর্য তুলে ধরে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।
এ সময় পিটার বিশ্বাস, মঙ্গল বিশ্বাস, দীপা বিশ্বাস, মিলিতা বিশ্বাস, আরতি বিশ্বাসসহ স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে জেলার অন্যান্য চার্চেও অনুরূপভাবে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version