কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানের মতো কচুয়ায় ও বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা  হয়েছে। উৎসবে শিশু সহ খ্রীস্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষের অংশ গ্রহণ দেখা গেছে।

২৫ ডিসেম্বর কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে অবস্থিত বাংলাদেশ লুথারেন চার্চ মিশনে শিশুদের নিয়ে কেক কাটা,ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ও চার্চে ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন হচ্ছে।চার্চে রং-বেরং এর ষ্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবারের।

এদিন বাংলাদেশ লুথারেন চার্চের বিসব- মনতোষ ব্যানার্জী,রেভারেন নহিমিয় বিশ্বাস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও কচুয়া লুথারেন চার্চ মিশনের দায়িত্ব প্রাপ্ত পালক উথান হালদার উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি কমিশনার ভূমি আসিফ হায়দার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান চার্চ পরিদর্শন করেন ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

বড়দিনের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপন হয় এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version