গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব “বড়দিন” উপলক্ষে বরিশালের গৌরনদীর ২৮টি গিজর্া ও চার্চে শুভ বড়দিন উদ্যাপন করা হয়েছে। বড়দিনের মধ্যরাতে প্রতিটি গিজর্ায় ধমর্ীয় সংগীত, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠান সহ গিজর্া ও চার্চের আঙ্গিনায় সাজানো হয় গোশালা সহ ক্রিষ্টমাস ট্রি। পাশাপাশি প্রতিটি গিজর্া ও চার্চে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
এ উপলক্ষে বুধবার রাতে গৌরনদীর ধর্মপল্লীতে সুধী সমাবেশ ও আনুষ্ঠানিক ভাবে কেককাটা হয়। কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবর্াহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবর্াহী অফিসারের সহধমর্ীনি সানজিদা আক্তার, গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ সহ অন্যান্যরা।
সংবাদ শিরোনাম
- গৌরনদীতে শুভ বড়দিন উদ্যাপন
- গৌরনদীতে সাংস্কৃতিক জোট ও যুবলীগ নেতা গ্রেপ্তার
- আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন
- আশাশুনি উপজেলার ৩০ চার্চে বড়দিন পালিত হচ্ছে
- কচুয়ায় নানা আয়োজনে বড়দিন উদযাপন
- নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিষ্টানদের বড়দিন উদযাপন
- রাতের আঁধারে সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ
- মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
শুক্রবার, ডিসেম্বর ২৬ ২০২৫



